Menu
Your Cart

Reward Point

কম্পিউটার ভিলেজ ওয়ালেট পলিসিঃ
কম্পিউটার ভিলেজের অনলাইন শপ থেকে সর্বনিম্ন ১০০০ টাকার পণ্য অর্ডার করে কিনলেই পাবেন নির্দিষ্ট ওয়ালেট পয়েন্ট !! আপনার অর্ডারটি কমপ্লিট হওয়ার পরেই কেবলমাত্র আপনার একাউন্ট এর ওয়ালেট-এ এই পয়েন্ট যোগ হবে। পরবর্তীতে কম্পিউটার ভিলেজ এর অনলাইন শপের কেনাকাটায় এই পয়েন্ট ব্যবহার করা যাবে।
যেভাবে আপনি আপনার ভ্যালেটে-এ পয়েন্ট জমা করবেনঃ
১। প্রত্যক নতুন অর্ডারে আপনার ওয়ালেট-এ পয়েন্ট জমা হবে, তবে তার জন্যে আপনাকে সর্বনিম্ন ১০০০ টাকা অথবা এর থেকে বেশি মূল্যের অর্ডার করতে হবে।
১০০০ থেকে ৫০০০ টাকার অর্ডারে ওয়ালেট পয়েন্ট ১০০ ,
৫০০০ থেকে ১০০০০ টাকার অর্ডারে ওয়ালেট পয়েন্ট  ৩০০ এবং
১০,০০০ থেকে এর বেশি টাকার অর্ডারে আপনার ওয়ালেট পয়েন্ট জমা হবে ৫০০ ।
২। কম্পিউটার ভিলেজ এর ওয়েবসাইটে একাউন্ট করে যে কোনো ইন-স্টক প্রোডাক্টে রিভিউ দিলে সেটি এডমিন থেকে এপ্রুভ হলেই আপনার একাউন্টে প্রত্যক রিভিউ এর জন্যে ২০ ওয়ালেট পয়েন্ট জমা হবে। এক্ষেত্রে একজন কাস্টমার একটি প্রোডাক্টে সর্বোচ্চ একটি রিভিউ থেকে পয়েন্ট পাবেন।
৩। যেকোনো ধরনের প্রমোশনাল বা ডিস্কাউন্ট প্রোডাক্ট অথবা ই এম আই এর ক্ষেত্রেও যদি কোনো কাস্টমার অর্ডার এমাউন্ট এর নির্দিষ্ট টার্গেট পূরণ করেন সেক্ষেত্রে কাস্টমার অর্ডার মূল্যে অনুযায়ী ওয়ালেট পয়েন্ট পাবেন।
৪। কখনো কখনো নির্দিষ্ট ক্যাটাগরি/পণ্য/ব্যান্ডের উপরে ভিন্ন ভিন্ন মানের ওয়ালেট পয়েন্ট অফার থাকতে পারে, সেক্ষেত্রে ১ নম্বার শর্ত কার্যকরী হবে না।
 
 
ওয়ালেট পয়েন্ট ব্যবহারের নিয়মাবলীঃ
১। ওয়ালেট পয়েন্ট একটি মেয়াদ ভিত্তিক পদ্ধতি। কাস্টমার তার একাউন্টের ওয়ালেট অপশানে গিয়ে তার বর্তমান ওয়ালেট পয়েন্ট পরিমান এবং মেয়াদ চেক করতে পারবেন।
২। কম্পিউটার ভিলেজ এর অনলাইন/ওয়েবসাইট থেকে যেকোনো পন্য অর্ডার করার ক্ষেত্রে ক্রেতা তার একাউন্ট এর ওয়ালেট পয়েন্ট ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে অর্ডার এর পরিমান সর্বনিম্ন ১০০০ টাকা হতে হবে।
একজন কাস্টমার প্রতিটি-
১০০০ থেকে ৫০০০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৫০০ ওয়ালেট পয়েন্ট ,
৫০০০ থেকে ১০,০০০ টাকার অর্ডারে সর্বোচ্চ ১০০০ ওয়ালেট পয়েন্ট এবং
১০,০০০ টাকার বেশি মূল্যের অর্ডারে সর্বোচ্চ ৫০০০ পর্যন্ত ওয়ালেট পয়েন্ট ব্যবহার করতে পারবেন।
১ রিওয়ার্ড পয়েন্ট = ১ টাকা